প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান নারী দল

article-img

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি বলেছেন, এই বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত সফর করবে না পাকিস্তান নারী দল। 

নকভি জানান, বছরের শুরুতে গৃহীত হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো খেলবে। তিনি বলেন, ভারত ও আইসিসি এই নিরপেক্ষ ভেন্যু কোথায় হবে তা ঠিক করবে।

 

চুক্তির কথা মনে করিয়ে দিয়ে নকভি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যেমন পাকিস্তানে খেলেনি এবং তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি দেওয়া হয়েছিল, ঠিক সেভাবে যেকোনো ভেন্যু ঠিক করা হলে আমরা সেখানে খেলব।

চুক্তি থাকলে তা মেনে চলতে হবে।’

 

গত ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হলেও, রাজনৈতিক টানাপড়েনের কারণে ভারত সেখানে না গিয়ে দুবাইয়ে তাদের ম্যাচগুলো খেলেছে। পরে একটি চুক্তি হয় আইসিসি, বিসিসিআই এবং পিসিবির মধ্যে। হাইব্রিড মডেলের ওই চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত যদি ভারত বা পাকিস্তান কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করে, তবে উভয় দেশের দলনিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে।

 

ভারতে ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপ হবে। স্বাভাবিকভাবে চুক্তি অনুযায়ী ভারতে খেলতে যাবে না পাকিস্তান নারী দল। একইভাবে পরের বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো ভারতে খেলতে যাবে না পাকিস্তান।

পাকিস্তান সম্প্রতি ওডিআই বিশ্বকাপ বাছাই পর্বে সবকটি (পাঁচটি) ম্যাচ জয় লাভ করেছে।

তারা আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড ও বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। স্বাগতিক ভারত ছাড়াও ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ইতিমধ্যেই আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের র‍্যাংকিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

 

নকভি দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন, নারী দলের অসাধারণ পারফরম্যান্সের জন্য পিসিবি বিশেষ পুরস্কার ঘোষণা করবে।

তিনি বলেন, ‘দলটি দেখিয়েছে কিভাবে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে হয় এবং দলগতভাবে খেলে জয় অর্জন করতে হয়। আমি খুশি যে, এখন আমাদের নারী ক্রিকেট ভালো করছে।